হঠাৎ বুকে ব্যাথা অনুভব করায় ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে আইসিইউ তে ভর্তি হয়েছেন জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আজ সোমবার দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
প্রথমে তাকে কয়েক ঘন্টা আইসিইউতে রাখা হয়। পরে কেবিনে স্থানান্তর করা হয় বলে জানা যায়। বর্তমানে ইনুর শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। হাসানুল হক ইনুর সর্বশেষ অবস্থা জানতে রাত ১০টার দিকে যোগাযোগ করা হলে তার ব্যক্তিগত সহকারী সাদেকুর বলেন, ‘স্যার ভালো আছেন, বাসায় এসেছেন।’ কখন বাসায় নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি জানান, সাড়ে ৯টার দিকে তাকে বাসায় নেওয়া হয়।
এদিকে আজ সোমবার বিকেলে বঙ্গভবনের জনাকীর্ণ দরবার হলে শপথ গ্রহণের মধ্যদিয়ে যাত্রা শুরু হলো একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার মন্ত্রিপরিষদের ৪৭ সদস্যের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এদিকে দুপুরের পর থেকেই বঙ্গভবনে ঢোকার জন্য ভিড় জমছিল। প্রায় হাজার খানেক অতিথি আমন্ত্রণ পেয়েছিলেন।
শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হওয়ার বেশ আগেই দরবার হল পরিপূর্ণ। তাদের মধ্যে আওয়ামী লীগ এবং তাদের সমর্থক বিভিন্ন পেশাজীবী এবং অঙ্গ সংগঠনের নেতাদের সংখ্যাই বেশি। আর ছিলেন সামরিক-বেসামরিক আমলা এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা।
তবে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে দেখা যায়নি অনুষ্ঠানে। জানা যায় অভিমান ক্ষোভে বঙ্গভবনে শপথ অনুষ্ঠানে গেলেন না সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু।
প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ আসনে হাসানুল হক ইনু জয়ী হন। তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল তথা জাসদের একাংশের নেতা। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম নেতা।