Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মঙ্গলবার বিপিএলে চার দলের জমজমাট লড়াই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ জানুয়ারী ২০১৯, ১১:৩৯ AM
আপডেট: ০৮ জানুয়ারী ২০১৯, ১২:১৭ PM

bdmorning Image Preview


প্রথম দু’দিন চার ম্যাচের পর একদিন বিরতি পর সোমবার বিপিএলে ছিল বিরতি। তবে ৮ জানুয়ারি মঙ্গলবার থেকে আবার মাঠে গড়াচ্ছে বিপিএল। আজ দিনের দুটি খেলার মধ্যে দুপুর সাড়ে ১২টায় মাঠে নামছে ঢাকা ডায়নামাইট ও খুলনা টাইটান্স। আর বিকালে হাইভোল্টেলজ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫.২০ মিনিটে। দু’টি ম্যাচই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি। 

ইতোমধ্যে টুর্নামেন্টে একটি করে ম্যাচ খেলেছে ঢাকা ডায়নামাইট ও খুলনা টাইটান্স। নিজেদের প্রথম ম্যাচে ঢাকা ৮৩ রানের বিশাল ব্যাবধানে রাজশাহী কিংসকে হারিয়ে আসরে শুভ সূচনা করেছে। তবে খুলনা তাদের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের কাছে ৮ রানে আসর শুরু করে। তাই আজ তারা ঢাকাকে হারিয়ে আসরে প্রথম জয় তুলে নিতে চাইবে। 

এদিকে দিনের দ্বিতীয় খেলায় মাঠে নামা রংপুর আসরে দুটি ম্যাচ থেকে একটি জয় পেয়েছে। আসরে প্রথম ম্যাচে তারা চট্টগ্রাম ভাইকিংসের কাছে ৩ উইকেটে হেরেছিল।  আজ আসরের তৃতীয় ম্যাচে মাঠে নাবছে রংপুর। এই ম্যাচের একাদশে থাকছেন ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড থেকে অনাপত্তিপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে রংপুর রাইডার্স কর্তৃপক্ষ। 

 আজ রংপুরের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাদের প্রথম ম্যাচ সিলেট সিক্সার্সকে ৪ উইকেটে হারিয়ে আসর শুরু করেছে। আজ তারা আসরের দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিতে চাইবে। 

Bootstrap Image Preview