Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সিরিজ জিতে নির্বাসনে ডু প্লেসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ জানুয়ারী ২০১৯, ১২:৩৯ PM
আপডেট: ০৮ জানুয়ারী ২০১৯, ১২:৩৯ PM

bdmorning Image Preview


কেপটাউন টেস্ট জিতে তিন ম্যাচের সিরিজ ২-০ তে নিশ্চিত করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু এই জয়ের রেশ কাটতে না কাটতেই দুঃসংবাদ হানা দিল প্রোটিয়া শিবিরে। জোহানেসবার্গ টেস্টে খেলতে পারবেন না ফ্যাফ ডু প্লেসি। স্লো ওভার রেটের কারণে প্রোটিয়া অধিনায়ককে এক টেস্ট নিষিদ্ধ করেছে আইসিসি।

এক ম্যাচ নির্বাসনের পাশাপাশি ম্যাচ ফি-র ২০ শতাংশ জরিমানাও করা হয়েছে ফাফকে। দলনায়কের পাশাপাশি জরিমানা করা হয়েছে দলের বাকি ক্রিকেটারদেরও। যদিও দলের বাকি ক্রিকেটারদের ক্ষেত্রে জরিমানার পরিমাণ কমে দাঁড়িয়েছে ম্যাচ ফি-র ১০ শতাংশ।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ২.২২.১ এর কোড অফ কন্টাক্ট অনুযায়ী বরাদ্দ সময়ে কোনও দল নির্ধারিত ওভার বল না করতে পারলে দলের ক্রিকেটারদের জরিমানার কবলে পড়তে হয়। তাই পুরো দলকে ম্যাচ ফির দশ শতাংশ এবং অধিনায়ককে জরিমানা করা হয় দ্বিগুণ অথাৎ ২০ শতাংশ।

গেল বছরের জানুয়ারিতে ভারতের বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টেও স্লো ওভার রেটের কারণে জরিমানা গুনেছিলেন ডু প্লেসি।১২ মাসের মধ্যে দ্বিতীয়বার এই ঘটনা ঘটানোয় ডু প্লেসিসকে এক ম্যাচের নির্বাসনে পাঠান ম্যাচ রেফারি ডেভিড বুন।

এক ম্যাচ নির্বাসনের কারণে শুক্রবার থেকে শুরু হতে চলা ওয়ান্ডারার্সে সিরিজের শেষ টেস্টে মাঠে নামতে পারছেন না ফাফ। ফাফের বদলি হিসেবে তৃতীয় টেস্টে দলকে নেতৃত্ব কে দেবেন তা এখনও নিশ্চিত নয়। উল্লেখ্য প্রথম টেস্টে ব্যাট হাতে দুই ইনিংসেই শূন্য রানে আউট হলেও দ্বিতীয় টেস্টে দুরন্ত শতরান আসে ফাফের ব্যাট থেকে।

Bootstrap Image Preview