Bootstrap Image Preview
ঢাকা, ১০ শনিবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কিশোরগঞ্জে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ জানুয়ারী ২০১৯, ০২:১৬ PM
আপডেট: ০৮ জানুয়ারী ২০১৯, ০২:১৮ PM

bdmorning Image Preview


কিশোরগঞ্জ সদর উপজেলায় ছুরিকাঘাতে মেহেদী হাসান জয় নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এসময় আহত হন একলাছ উদ্দিন নামে আরও এক শিক্ষক।  

মঙ্গলবার (৮ জানুয়ারি) সকালে সদর উপজেলার বিন্নাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জয় বিন্নাটি আতকাপাড়া গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে এবং স্থানীয় আব্দুল গণি স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী।  

পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে একই স্কুলের নবম শ্রেণির এক শিক্ষার্থীসহ বহিরাগত কয়েকজন মেহেদী হাসানের উপর হামলা চালায়। এ সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হয় মেহেদী হাসান। তাকে রক্ষা করতে শিক্ষক একলাছ উদ্দিন এগিয়ে তার উপরও হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে হামলায় শিকার হওয়া মেহেদী হাসানকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আনোয়ার জানান, স্কুলছাত্র মেহেদী হাসানের সাথে হামলাকারীদের ঝগড়া হয়েছিল। তবে কি নিয়ে ঝগড়া হয়, সেটি জানা যায়নি। তবে হত্যাকারীদের আটক করতে অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Bootstrap Image Preview