বিপিএলের পঞ্চম ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা ডাইনামাইটস ও খুলনা টাইটান্স। প্রথম ম্যাচে ঢাকা ডাইনামাইটস জয় পেলেও খুলনা টাইটান্স হেরেছে। প্রথমে টসে হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে.৬ উইকেটে ১৯২ রান করেছে ঢাকা। জয়ের জন্য খুলনার ১৯৩ রান প্রয়োজন।
ঢাকা ডাইনামাইটসের সংক্ষিপ্ত স্কোরঃ১৯২/৬
হজরতউল্লাহ জাজাই(৫৭), সুনীল নারাইন(১৯), রনি তালুকদার(২৮), সাকিব আল হাসান(০), পোলার্ড(২৭), রাসেল(২৫), সোহান(), শুভাগত হোম()।
উইকেটঃ আলী খান(১),উইসে(২), স্টারলিং(২), মাহমুদউল্লাহ(১)।
প্রথম ম্যাচের মত এই ম্যাচের শুরুতে ব্যাটিংয়ে দাপট দেখাতে ঢাকার ব্যাটসম্যান জাজাই। দ্বিতীয় বারের মত ফিফটিও করেছেন তিনি। তাঁর উড়ন্ত সূচনায় ঝড়ের গতিতে রান তুলতে থাকাতে ডাইনামাইটস। এরপর খেলায় ১১ ওভারের মাথায় ঢাকা ৪ উইকেট হারিয়ে বসলে ম্যাচের হাল ধরেছেন ক্যারিবিয়ান দুই ব্যাটসম্যান রাসেল ও পোলার্ড।
খুলনা টাইটানসঃ মাহমুদউল্লাহ রিয়াদ(অধিনায়ক), আরিফুল হক, নাজমুল হাসান শান্ত, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম,জুনায়েদ সিদ্দিকি,জহুরুল ইসলাম অমি, ব্রর্থওয়েট, আলী খান, জহির খান, পল স্টারলিং।
ঢাকা ডাইনামাইটসঃ হজরতউল্লাহ জাজাই , সুনিল নারাইন,রুবেল হোসেন, শুভাগত হোম, রনি তালুকদার, মিজানুর রহমান, মহর শেখ,আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড, নুরুল হাসান, সাকিব আল হাসান(অধিনায়ক)।