Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘যেখানে প্রধানমন্ত্রী আছেন, সেখানে ভয় নেই'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ জানুয়ারী ২০১৯, ০৩:৩৫ PM
আপডেট: ০৮ জানুয়ারী ২০১৯, ০৩:৩৫ PM

bdmorning Image Preview


প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আস্থা ও বিশ্বাস নিয়ে আমাকে দায়িত্ব দিয়েছেন তা পালনে যথাসাধ্য চেষ্টা করবো। যেখানে শেখ হাসিনার মত দক্ষ, অভিজ্ঞ, সাহসী প্রধানমন্ত্রী আছেন সেখানে ভয়ের কিছু নেই বলে জানিয়েছেন নবনির্বাচিত শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ মঙ্গলবার (৮ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে উপস্থিত হয়ে ডা. দীপু মনি এসব কথা বলেন। এসময় সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে শিক্ষার উন্নয়নে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এর আগে উপমন্ত্রী শিক্ষা মহিবুল হাসান চৌধুরী নওফেলকে সঙ্গে নিয়ে নিজ দফতরে আসেন নতুন শিক্ষামন্ত্রী । এসময় শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোহরাব হোসেন তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানান।

ডা. দীপু মনি বলেন, গত ১০ বছর সরকার যে উন্নয়ন করেছে তা অব্যাহত থাকবে। এই ধারা অব্যাহত রাখতে যা যা করা প্রয়োজন তা ই করা হবে। এক্ষেত্রে আমার মন্ত্রণালয়ের সহকর্মী এবং গণমাধ্যম কর্মীদের সহায়তা খুবই প্রয়োজন হবে।

মন্ত্রণালয়ের কাজ বুঝে নিতে ৩-৪ দিন সময় লাগবে বলেও জানান সদ্য দ্বায়িত্ব পাওয়া এই শিক্ষামন্ত্রী ।

Bootstrap Image Preview