Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, আটক স্বামী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ জানুয়ারী ২০১৯, ০৪:০০ PM
আপডেট: ০৮ জানুয়ারী ২০১৯, ০৪:০০ PM

bdmorning Image Preview


ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় ডাউটি গ্রামে যৌতুকের দাবিতে স্ত্রী শিউলি খাতুনকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আনিচুর রহমানকে আটক করেছে থানা পুলিশ। 

মঙ্গলবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তালিয়ান সরকারি প্রাইমারী স্কুলের পাশের একটি বাগানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আনিচুর বড় ডাউটি গ্রামের সাহেব আলীর ছেলে।

জানা যায়, শ্বশুরবাড়ি থেকে জমি বিক্রি করে ২ লাখ টাকা দেবার জন্য দুই সন্তানের জননী শিউলি খাতুনকে মারপিট করে গুরুতর আহত করে আনিচুর রহমান। তাকে আত্মীয়রা উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করলে সোমবার সে মারা যায়। এ ঘটনায় তার ভাই শামিম কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

ঝিনাইদহ পুলিশের  (সদর সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস জানান, এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তালিয়ান সরকারি প্রাইমারী স্কুলের পাশের একটি বাগানে অভিযান চালিয়ে অভিযুক্ত আনিচুর রহমানকে আটক করে।

Bootstrap Image Preview