Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাদারীপুরে পানিতে ডুবে ভাই ও বোনের মৃত্যু

মেহেদী হাসান সোহাগ, মাদারীপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৮ জানুয়ারী ২০১৯, ০৪:০৯ PM
আপডেট: ০৮ জানুয়ারী ২০১৯, ০৪:০৯ PM

bdmorning Image Preview


মাদারীপুরের কালকিনিতে পানিতে ডুবে কানিজ (৩) ও রুশান (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে মামাতো- ফুফাতো ভাইবোন। 

মঙ্গলবার (৮ জানুয়ারি) দুপুর ৩ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, জেলার কালকিনি উপজেলার পৌর সভার চর ঝাউতলা এলাকার কামাল বেপারীর মেয়ে কানিজ ও কাইয়ুম সরদারের ছেলে রুশান খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পরে যায়। বাড়ির কোথাও তাদেরকে দীর্ঘক্ষণ না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে থাকে। এক পর্যায়ে সন্দেহ হলে পুকুরে খুঁজতে নামে পরিবারের লোকজন। পরে মৃত অবস্থায় পুকুর থেকে তাদের উদ্ধার করা হয়।

নিহত কানিজের বাবা কামাল বেপারী জানান, খেলতে গিয়ে সবার অজান্তে পানিতে পরে যায় ওরা। ৩টার দিকে পানি থেকে মৃত উদ্ধার করা হয়।

প্রতিবেশীরা জানান, দীর্ঘক্ষণ পানিতে ডুবে ছিল ওরা। ধারনা করা হচ্ছে, একজন পানিতে পরে গেলে তাকে ধরতে গিয়ে অপরজন পানিতে ডুবে যায়।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জেল হোসেন জানান, বিষয়টি জানতে পেরেছি। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। খুবই দুঃখজনক।

 

Bootstrap Image Preview