গাজীপুরের শ্রীপুরে দু’টি বিদেশি পিস্তল ও ৩শ’ পিস ইয়াবাসহ মো. রাজীব (২৫) ও মনির হোসেন (২৮) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (০৮ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার উজিলাবো এলাকা থেকে তাদের আটক করা হয়।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উজিলাবো এলাকার মাসুদ নামের এক ব্যক্তির বাসায় অভিযান চালানো হয়। এ সময় ওই বাসা থেকে রাজীব ও মনির হোসেনকে আটক করা হয়। এর আগে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাসুদ পালিয়ে যায়। এঘটনায় শ্রীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
আটকরা হলেন- উপজেলার সাইকালিয়া এলাকার আবুল বাশারের ছেলে মো. রাজীব ও একই উপজেলার উজিলাবো এলাকার আফাজ উদ্দিনের ছেলে মনির হোসেন।