Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পেকুয়াকে পৌরসভা করার আশ্বাস দিলেন নব-নির্বাচিত সাংসদ

 চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি 
প্রকাশিত: ০৯ জানুয়ারী ২০১৯, ১১:৪২ AM
আপডেট: ০৯ জানুয়ারী ২০১৯, ১১:৪২ AM

bdmorning Image Preview


কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলমকে গণ-সংবর্ধনা দিয়েছে পেকুয়া উপজেলা আওয়ামী লীগ। এসময় তিনি তার বক্তব্যে বলেন, আপনারা আমাকে নৌকায় ভোট দিয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করছেন, আজ আপনাদের কাছে আমি ঋণী হয়ে গেলাম।

তিনি আরো বলেন, পেকুয়াবাসী আমি আপনাদের বলতে চাই, আপনারা আর কষ্টে থাকবেন না। পেকুয়ায় একটি সরকারি কলেজ, একটি ২০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতাল, একটি সরকারি জনতা ব্যাংক স্থাপন করা হবে ও পেকুয়াকে পৌরসভা করা হবে।

মঙ্গলবার (৮ জানুয়ারি) বিকালে পেকুয়া উপজেলার গোয়াকালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি পেকুয়ার লবণ চাষীদের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের নায্যমূল্য পাবেন। বিদেশ থেকে আর লবণ আমদানি করা হবে না, আমাদের লবণ এ সারাদেশে রপ্তানি করা হবে ইনশাআল্লাহ।

তিনি পেকুয়া ছাত্রসমাজ ও যুবসমাজের উদ্দেশ্যে বলেন, আপনারা কেউ অসামাজিক কাজে লিপ্ত হবেন না, আপনাদের জন্য কর্মসংস্থানে ব্যবস্থা হবে।

তিনি পেকুয়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা সবাই জনগণের কল্যাণে কাজ করুন, কাউকে হয়রানি করবেন না। পেকুয়াতে কেউ ভূমি দখল ও চাঁদাবাজি করতে না পারে সেদিকে সজাগ থাকার জন্য নেতাকর্মীদের প্রতি অনুরোধ করেন।  

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের নেতা কামাল হোছাইন, জেলা আওয়ামী লীগের সদস্য গিয়াস উদ্দিন, আমিনুর রশিদ দুলাল, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুল করিম সাঈদী, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিন বাবুল, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক আতিকুদ্দিন চৌধুরী, পেকুয়া উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক বারেক হোসেন ও পেকুয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি কপিল উদ্দিন বাহাদুর প্রমুখ।

Bootstrap Image Preview