Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিপিএলে আজ প্রথম জয়ের প্রত্যাশায় তিনটি দল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ জানুয়ারী ২০১৯, ১১:৪৭ AM
আপডেট: ০৯ জানুয়ারী ২০১৯, ১২:২৪ PM

bdmorning Image Preview


বুধবার বাংলাদেশে বিপিএলের ষষ্ঠ আসরে আজ মাঠে নামছে দুটি দল। দিনের প্রথম খেলার দুপুর ১২.৩০ মিনিটে মাঠে নামছে সিলেট সিক্সার্স ও চিটাগং ভাইকিংস। এছাড়া বিকাল ৫.২০ মিনিটে মাঠে নামছে খুলনা টাইটান্স ও রাজশাহী কিংস। দুটি খেলায় সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি। 

দিনের প্রথম খেলায় সিলেট দল আজ আসরে তাদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে। প্রথম ম্যাচে তারা কুমিল্লার কাছে হেরে আসর শুরু করেছিল। তাই আজ তাদের লক্ষ্য থাকবে আমরে প্রথম জয় তুলে নেওয়ার। জয় পেতে আজ তাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে বড় রানের ইনিংস খেলতে হবে।

এদিকে সিলেটের মতো আজ চিটাগং আসরে তাদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে। প্রথম ম্যাচে তারা মাশলাফির রংপুরকে হরিয়ে শুভ সূচনা করেছে। সেই ধারাবাহিকতা আজও তারা ধরে রাখতে চাইবে। এই ম্যাচে আশরাফুলের উপর সকলের বাড়তি নজর থাকবে। প্রথম ম্যাচে তিনি তার নামের প্রতি সুবিচার করতে পারেননি। রংপুরের বিপক্ষে মাত্র ৫ বল থেকে ৩ রান করে আউট হয়েছিলেন। 

এদিকে আজ দিনের দ্বিতীয় খেলায় মাঠে নামছে খুলনা টাইটান্স ও রাজশাহী কিংস। চলতি আসরে দুটি ম্যাচ খেলে এখনো জয় বঞ্চিত রয়েছে মাহমুদুল্লাহর খুলনা। মঙ্গলবার শেষ ম্যাচে তারা ঢাকার বিরুদ্ধে মাত্র ৮৭ রান অল আউট হয়েছিল।  খুলনার প্রতিপক্ষ রাজশাহীও আসরে তাদের প্রথম জয়ের খোজে রয়েছে। আসরের প্রথম ম্যাচে ঢাকার বিপিক্ষে তারা ৮৩ রানের বিশাল ব্যবধানে হেরেছিল। 

Bootstrap Image Preview