Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আন্দোলনের নামে সংহিসতার পথে গেলে রুখে দেয়া হবে: কাদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ জানুয়ারী ২০১৯, ১২:৩৯ PM
আপডেট: ০৯ জানুয়ারী ২০১৯, ১২:৪০ PM

bdmorning Image Preview


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,  বিরোধী দলের কর্মসূচি, আচরণ এগুলো তাদের নিজস্ব ব্যাপার। তারা নিয়মতান্ত্রিকভাবে যে কোনো ধরণের কর্মসূচি দিতে পারে। তবে আন্দোলন সংহিসতার পথে গেলে জনগণকে সাথে নিয়ে তা রুখে দেয়া হবে।

বুধবার (৯ জানুয়ারি) টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে যাওয়ার পথে সকাল সাড়ে ৯টার দিকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ফেরিতে ওঠার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাদের বলেন, তারা পেশাজীবীদের সাথে সংলাপ করুক। শেখ হাসিনার সরকার, নতুন মন্ত্রিসভার সদস্যরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে যাচ্ছে। শ্রদ্ধা জানাবো ও ফুল দেবো। নতুন মন্ত্রিসভা কী করবে, আগামীদিনের কর্মসূচি বড় বিষয়।

সেতুমন্ত্রী আরো বলেন, যারা আন্দোলনে পরাজিত, নির্বাচনেও পরাজিত হয়েছে। তাদের নতুন করে বিশ্বাস করার কিছু আছে বলে মনে হয় না। যা জনগণ মনে করে না, আমরাও করি না। তারা আন্দোলনে ব্যর্থ হয়েছে এবং ১০ মিনিটও আন্দোলন করেনি। তারা আবার এখন কী করবে। আন্দোলনে ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ তারা ভবিষ্যতেও সফল হবে না।

Bootstrap Image Preview