Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সাভারসহ বিভিন্ন স্থানে শ্রমিক পুলিশ সংঘর্ষে আহত ৩০

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ জানুয়ারী ২০১৯, ০১:৫০ PM
আপডেট: ০৯ জানুয়ারী ২০১৯, ০১:৫০ PM

bdmorning Image Preview


ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে আজও সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। 

বুধবার টানা চতুর্থদিনের মতো বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে নামলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

শ্রমিকরা জানায়, সকালে বেতন বৃদ্ধির দাবিতে সাভারের উলাইল ও আশুলিয়ার কাঠগড়া এলাকায় বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করে। এক পর্যায়ে শ্রমিকরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে তাদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশসহ অন্তত ৩০ জন আহত হন।  পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শ্রমিকদের ওপর টিয়ারসেল ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ।

অব্যাহত শ্রমিক বিক্ষোভের মুখে সাভার ও আশুলিয়ায় চারটি তৈরি পোশাক কারখানা আজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ।

এদিকে গাজীপুর, সাভার, আশুলিয়া, উত্তরা ও দক্ষিণখানের বিভিন্ন জায়গায় শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করছে। এতে করে যানচলাচল বন্ধ হয়ে গেছে।

পুলিশের পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক করিম বলেন, মজুরি কাঠামো বাস্তবায়নের দাবিতে তারা মূল সড়কে অবস্থান নিয়েছে। পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। গত তিনদিন ধরে একই দাবিতে বিমানবন্দর, উত্তরা, সাভার, টঙ্গী, গাজীপুরে সড়কে অবস্থান নেয় গার্মেন্টস কর্মীরা।

এর আগে গতকাল শ্রমিকদের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর জরুরী বৈঠক হয়। বৈঠকে মজুরি কাঠামোর অসঙ্গতি এক মাসের মধ্যে সমাধানের আশ্বাস দিয়ে আজ থেকে শ্রমিকদেরকে কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী।

এদিকে সকালে বাইপাইল আব্দুলাহপুর মহাসড়কের আশুলিয়ার নরসিংহপুর এলাকা প্রায় ১ ঘণ্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শ্রমিকরা। এ ছাড়া একই দাবিতে ঢাকার ধামরাই কালামপুর এলাকার একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা আরিচা মহাসড়ক প্রায় ১ ঘণ্টা অবরোধ করে রাখে।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাভারে বিজিবি মোতায়েন করা হয়েছে। ঢাকা আরিচা মহাসড়ক ও বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়ক অবরোধ করার ফলে এই দুটি সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে।

বিষয়টি নিশ্চিত করে শিল্প পুলিশ ১ এর পরিচালক সানা শামীনুর রহমান বলেন, ‘পোশাক কারখানাগুলোতে কাজের পরিবেশ ফিরিয়ে আনতে মালিকপক্ষের সাথে পুলিশ আলোচনা করে যাচ্ছে।’

 

Bootstrap Image Preview