Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ওয়ার্নার ও পোরানের ব্যাটিংয়ে সিলেটের বড় সংগ্রহ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ জানুয়ারী ২০১৯, ০২:০৫ PM
আপডেট: ০৯ জানুয়ারী ২০১৯, ০২:০৫ PM

bdmorning Image Preview



বিপিএলের সপ্তম ম্যাচে দিনের প্রথম খেলায় মুখোমুখি হয়েছে সিলেট সিক্সার্স ও চিটাগং ভাইকিংস।প্রথম ম্যাচের জয়ের স্বাদ নিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছেন
মুশফিকরা।অন্যদিকে প্রথম ম্যাচে হারের কষ্ট ভুলে জয় স্বাদ পেতে চান ওয়ার্নাররা। প্রথমে টসে জিতে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে  ৫ উইকেট হারিয়ে ১৬৮ রান করেছে সিলেট। জয়ের জন্য চিটাগং ভাইকিংসের ১৬৯ রান দরকার।

সিলেট সিক্সার্সের সংক্ষিপ্ত স্কোরঃ ১৬৮/৫

ডেভিট ওয়ার্নার(৫৯), নিকোলাস পোরান(৫২)*,অলোক কাপালী(১)*,লিটন দাস(০),সাব্বির রহমান(০) , আফিফ হোসাইন(৪৫),নাসির হোসেন(৩)।

উইকেট নিয়েছেনঃ নাঈম হাসান(১), খালেদ আহমেদ(১) ফ্র্যলিঞ্চক(৩)।

টসে জিতে ব্যাটিং করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে সিলেট। ২ ওভারে ৬ রানে ৩ উইকেট হারিয়ে বসে। সিক্সার্সের এমন ব্যাটিং বিপর্যয় থেকে উদ্ধার করেন আফিফ হোসাইন ও ডেভিড ওয়ার্নার। ৭১ রানের জুটি গড়ার পর আফিফ ৪৫ রান করে বিদায় নিলে পুরানকে নিয়ে ১৬৮ রান করেন ওয়ার্নার।

সিলেট সিক্সার্সঃ ডেভিট ওয়ার্নার (অধিনায়ক), মোহাম্মদ ইরফান,নিকোলাস পোরান, সন্দীপ, অলোক কাপালী,লিটন দাস,সাব্বির রহমান, আল-আমিন হোসেন,তাসকিন আহমেদ , আফিফ হোসাইন,নাসির হোসেন।

চিটাগং ভাইকিংসঃমুশফিকুর রহিম (অধিনায়ক), মোহাম্মদ শেজাদ, ক্যামেরন ডেলপর্ট, মোহাম্মদ আশরাফুল, সিকান্দার রাজা, মোসাদ্দেক হোসেন, রবার্ট ফ্রিলিংক,সানজামুল ইসলাম, আবু জায়েদ ও খালেদ আহমেদ।

Bootstrap Image Preview