Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সুযোগ কাজে লাগাতে ব্যর্থ নাসির-সাব্বির

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ জানুয়ারী ২০১৯, ০২:১২ PM
আপডেট: ০৯ জানুয়ারী ২০১৯, ০২:১২ PM

bdmorning Image Preview


বিপিএল ষষ্ঠ আসরের আজ সিলেটে একাদশে জায়গা পেয়েছিলেন নাসির হোসেন। তবে দলে জায়গা পেয়ে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলেন তিনি। আজ ব্যর্থদের তালিকায় আরেক নাম ছিল সাব্বির রহমান। 

বিপিএল আসরের প্রথম দিনেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নেমেছিলেন সিলেট সিক্সার্স। এই ম্যাচে জায়গা হয়েছিল না ৬ মাস ইনজুরির সঙ্গে লড়াই করে মাঠে ফেরা অলরাউন্ডার নাসির হোসেন। দলে নাসিরে জায়গা না হওয়ায় অনেক অনেক ভক্তই হতাশ হয়েছিলেন। তবে আজ চিটাগং ভাইকিংসের বিপক্ষে তৌহিদ হৃদয়ের জায়গায় দলে সুযোগ পেয়েও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। 

ইনিংসের প্রথম ওভারে লিটন দাসের বিদায়ে ক্রিজে নেমেছিলেন নাসির। তবে ৩ বল থেকে মাত্র ৩ রান করে মিড অফে ক্যাচ  দিয়ে ফিরে যান তিনি। তাকে বিদায় করার কারিগর ছিলেন স্পিনার নাইম হাসান। 

দলীয় ৫ রানে নাসিরের বিদায়ের পর ক্রিজে ইনিংস মেরামতের দায়িত্বে এসেছিলেন সাব্বির। তবে তিনিও দলকে বিপদে ফেলে ৬ বল থেকে ০ রান নিয়ে ক্রিজে ফিরে যান।  এর  আগে কুমিল্লার বিপক্ষে তিনি ৭ রান আউট হয়েছিলেন।

এই দুই ব্যাটসম্যানের ব্যর্থতার দিয়ে নির্ধারীত ২০ ওভার শেষে সিলেট ৫ উইকেটে হারিয়ে ১৬৮ রান তুলেছে। দলের হয়ে ওয়ার্নার ৫৯, আফিফ হোসেন ৪৫ ও নিকোলান পুরান ৫২ রানের ইনিংস খেলেছেন। 

Bootstrap Image Preview