Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আদালতের ভুলে ২৫ বছর জেলে ব্যক্তি, ৪ কোটি ৭০ লাখ‌‌ টাকা ক্ষতিপূরণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ জানুয়ারী ২০১৯, ০২:৩৮ PM
আপডেট: ০৯ জানুয়ারী ২০১৯, ০২:৩৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আদালতের ভুলে নির্দোষ ব্যক্তিকে ২৫ বছর জেলে থাকতে হয়েছে। গতকাল মঙ্গলবার সেই ব্যক্তিকে চীনের আদালত নিজেদের ভুলের জন্য ৪.‌৬ মিলিয়ন ইউয়ান অর্থাৎ টাকার হিসাবে প্রায় ক্ষতিপূরণ দিল যা বাংলাদেশি টাকায় ৪ কোটি ৭০ লাখ‌‌ টাকা। 

জানা যায়, উত্তর-পূর্ব চীনের জিলিন প্রদেশের ‘‌দ্য ইন্টারমিডিয়েট পিপল’‌স’‌ আদালত এই ক্ষতিপূরণ দেয় লিউ ঝোংলিনকে। তার ওপর হত্যার অভিযোগ এনে তাকে দোষী সাব্যস্ত করা হয়। যদিও লিউ পুরোপুরি নির্দোষ ছিলেন। আদালতের ভুল রায়ের জন্য তাকে ৯,২১৭ দিন জেলে থাকতে হয়েছে। 

১৯৯০ সালে এক নারীকে হত্যা করার জন্য লিউকে গ্রেফতার করা হয়। তাকে ১৯৯৪ সালে এই এই হত্যায় দোষী সাব্যস্ত করে ফাঁসির নির্দেশ দেয় আদালত। কিন্তু ২০১৮ সালের এপ্রিল মাসে এই মামলার অন্য একটি দিক সামনে আসে এবং আদালত নিজের ভুল বুঝতে পারে। অন্যদিকে, লিউ এবং তার পরিবার ফাঁসির সাজা মওকুফের জন্য আদালতে আবেদন করে গেছেন। যা শেষপর্যন্ত ২৫ বছরের কারাদণ্ডে পরিণত হয়। 

লিউকে ২০১৬ সালে ছেড়ে দেওয়া হলেও তার মামলাটি ২০১৮ সালের এপ্রিলে সমাধান হয়। ততদিন তাকে অতিরিক্ত সময় কারাগারে থাকতে হয়েছিল। মঙ্গলবার লিউয়ের কাছে রীতিমতো ক্ষমা চেয়ে নেয় ‘‌দ্য ইন্টারমিডিয়েট পিপল’‌স’‌ আদালত এবং তাকে ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। 

Bootstrap Image Preview