শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ব্যবসায় প্রশাসন বিভাগ বনাম পেট্রলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের খেলার মধ্য দিয়ে টুর্নামেন্ট শুরু হয়।
বুধবার (৯ জানুয়ারি) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ টুর্নামেন্টের উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, একজন শিক্ষার্থীকে সুস্থভাবে গড়ে ওঠার জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। তাই গত বছরের ন্যায় এবারও আমরা আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছি। ভবিষতে এই ধারা অব্যাহত থাকবে। টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করার জন্য তিনি সকলের কাছে সহযোগিতা কামনা করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন বিশ্বাস, ব্যবসায়ে প্রশাসন বিভাগের ডিন অধ্যাপক ড.মোসাদ্দেক আহমেদ চৌধুরি, আইপিই বিভাগের অধ্যাপক ড. মহসিন আজিজ খান, শারিরীক শিক্ষা দপ্তরের পরিচালক সউদ বিন আম্বিয়া প্রমুখ।