Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, চট্টগ্রামে আটক ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ জানুয়ারী ২০১৯, ০৫:২৯ PM
আপডেট: ০৯ জানুয়ারী ২০১৯, ০৫:২৯ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটূক্তি করে ফেসবুকে মানহানিকর ছবি প্রকাশ ও মন্তব্য করার অভিযোগে মো. তোফাজ্জল হোসেন হেলাল (৪০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। 

বুধবার ভোরে নগরের চান্দগাঁও থানাধীন বলিরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মো. তোফাজ্জল হোসেন হেলাল ভোলা জেলার দৌলতখান এলাকার মো. নাজির আহমেদের ছেলে।   

র‌্যাব-৭ এর সহকারি পুলিশ সুপার মো. মাশকুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে ফেসবুকে মানহানিকর ছবি প্রকাশ ও মন্তব্য করার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। ওই ব্যক্তির মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে প্রকাশ করছিলেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Bootstrap Image Preview