চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৮ জানুয়ারি) দিনগত রাতে অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা নগরীর বিভিন্ন স্থানে ও ফুটপাতে ঘুমিয়ে থাকা ছিন্নমূলদের মাঝে ১০০টি কম্বল তুলে দেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরণ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন, মো. হাবিবুর রহমান বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে যদি সবাই শীতার্তদের পাশে দাঁড়ায় তাহলে ছিন্নমূল নারী, শিশু, বৃদ্ধরা শীতের কষ্ট থেকে মুক্তি পাবে।
তিনি বলেন, নগরীর কাজীর দেউড়ি, সিআরবি, চৈতন্যগলি কবরস্থানের সামনে, গরিবউল্লাহ শাহ মাজার এবং বদনা শাহ মাজারের সামনে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ১০০ কম্বল বিতরণ করা হয়।
এসময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. আশরাফুল আলম, মো. মাসুদ রানা, রেজওয়ানা আফরিন, মো. উমর ফারুক, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।