সদ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়েছে ভারতীয় দল। আইসিসি সদ্য যে ক্রমতালিকা প্রকাশ করেছে তাতে দল অনুযায়ী ও খেলোয়াড়দের তালিকা অনুযায়ী ভারতের দাপট অব্যাহত রয়েছে। টেস্ট হোক বা একদিনের ফরম্যাট অথবা টি২০- ভারত সব জায়গায় সেরা তিনটি দলের মধ্যে জায়গা করে নিয়েছে তারা।
আইসিসি র্যাঙ্কিং অনুসারে টেস্টে ভারত ১১৬ রেটিং নিয়ে প্রথম স্থানে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে ১০৮ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড। ১০৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা।
ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১২১ পয়েন্ট নিয়ে ভারত দ্বিতীয় স্থানে রয়েছে। ১২৬ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে ইংল্যান্ড। ১১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা।
টি২০ ক্রিকেটে ১৩৮ পয়েন্ট নিয়ে পাকিস্তান সবচেয়ে ওপরে রয়েছে। ভারত ১২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ও ইংল্যান্ড ১১৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।
টেস্টে ব্যাটসম্যানদের তালিকায় বিরাট কোহলি ৯২২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন। আইসিসি-র ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন চেতেশ্বর পূজারা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্যসমাপ্ত সিরিজে তিনিই সর্বাধিক রানসংগ্রহকারী ব্যাটসম্যান। ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন পূজারাই। তিনটি শতরান ও একটি অর্ধশতরান সহ সিরিজে পূজারা করেছেন ৫২১ রান।
বোলারদের তালিকায় এক ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছেন জাডেজা। বোলারদের মধ্যে ভার্নন ফিল্যান্ডার এক ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন। অলরাউন্ডারদের তালিকায় ৭৯৪ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জেসন হোল্ডারকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন জাদেজা।
একদিনের ক্রিকেটে ৮৯৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন বিরাট কোহলি। ৮৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। একদিনের বোলার ক্রমতালিকায় শীর্ষে জসপ্রীত বুমরাহ। তাঁর সংগ্রহ ৮৪১ পয়েন্ট। তৃতীয় স্থানে রয়েছেন কুলদীপ যাদব।