Bootstrap Image Preview
ঢাকা, ২৬ সোমবার, মে ২০২৫ | ১২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

টাঙ্গাইলে ৮৫০ কেজি পলিথিন জব্দ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ জানুয়ারী ২০১৯, ০২:২৬ PM
আপডেট: ১০ জানুয়ারী ২০১৯, ০২:২৬ PM

bdmorning Image Preview


টাঙ্গাইলে ৮৫০ কেজি পলিথিন জব্দ ও দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল শহরের পার্ক বাজারে অবৈধ পলিথিনের বিরুদ্ধে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ কোম্পানি কমান্ডার হাসান আরাফাতের নেতৃত্বে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে ২ জন ব্যবসায়ীর কাছ থেকে ৮৫০ কেজি অবৈধ পলিথিন উদ্ধার করে। 

পলিথিন ব্যবসায়ীরা হলেন ভূঞাপুর উপজেলার চিতুলিয়াপাড়া গ্রামের মোবারক আলীর ছেলে নজরুল ইসলাম ও সদর উপজেলার হুগড়া ইউনিয়নের আবু কায়ুমের ছেলে মো. রাজীব।  

এ ব্যাপারে টাঙ্গাইল সদর সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার জানান, র‌্যাব সদস্যরা পার্ক বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২ জন ব্যবসায়ীর কাছ থেকে ৮৫০ কেজি অবৈধ পলিথিন উদ্ধার করে।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ মতে উভয়কে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড দেয়া হয়। উভয় আসামী জরিমানা প্রদান করে মুক্ত হন। পরে জব্দকৃত পলিথিন পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।

Bootstrap Image Preview