আজ ঐতিহাসিক ১০ জানুয়ারি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৭২ সালের এই দিনে পাকিস্তানে ৯ মাসের কারাবাস শেষে সদ্য স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন স্বাধীনতার মহান স্থপতি ও বাঙালির অবিসংবাদিত এই নেতা।
তারই ঐতিহাসিক ও বেদনাভরা কষ্টের স্মৃতিগুলো মনে করিয়ে দিতে নরসিংদীতে রায়পুরা উপজেলার বাখার নগর ইউনিয়নে কোমলমতি শিশু ও সুস্থ অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়।
এ সময় প্রধান অথিতি ছিলেন, গ্রাম বাংলা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সাইফুল ইসলাম রুদ্র। পরে এ উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় প্রধান অথিতি তার বক্তেব্যে বলেন, বাঙালির মুক্তিসংগ্রামের ইতিহাসে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ঘটনা বিশেষ তাৎপর্যপূর্ণ। ১৯৭১ সালে দেশ স্বাধীন হলেও প্রকৃতপক্ষে ১৯৭২-এ বঙ্গবন্ধুর দেশে ফিরে আসার মধ্যদিয়েই এ বিজয় পূর্ণতা পায়। জাতির জনক তার এ প্রত্যাবর্তনকে দেখেছিলেন 'অন্ধকার থেকে আলোর পথে যাত্রা' হিসেবে।
অবরুদ্ধ বাংলাদেশে যখন স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পাকিস্তানী সামরিক বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ যুদ্ধ চলছে, তখন পশ্চিম পাকিস্তানে প্রহসনে বিচারে বঙ্গবন্ধুকে ফাঁসির আদেশ দেওয়া হয়। কারাগারের যে সেলে তাকে রাখা হয়েছিল, তার পাশে কবর পর্যন্ত খোঁড়া হয়।
দিনটিকে উপলক্ষ করে নরসিংদীর রায়পুরাতে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীসহ সাইফুল ইসলাম রুদ্র আজ বৃহস্পতিবার নানা কর্মসূচি পালন করেছে।
এ ছাড়া জেলার সকল ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন সংগঠন জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্প অর্পণ, আলোচনা সভা, স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান, দোয়া-মিলাদ মাহফিল ইত্যাদি কর্মসূচি পালন করেছে।