মাগুরার সরকারি মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের ক্লাস শুরুর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
বৃহস্পতিবার (১০ জানুয়ারি) থেকে প্রথম ব্যাচে ভর্তি হওয়া ৫০ শিক্ষার্থীর পরিচিতি উপলক্ষে ২৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ অলোক কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। ক্লাসের উদ্বোধন ও ব্যাচ পরিচিতি অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আকরাম আল হোসেন।
বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ আলী আকবর, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান, সিভিল সার্জন ডাক্তার মুনশী মোহাম্মদ ছাদুল্লাহ, ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক সুশান্ত কুমার বিশ্বাস, ডাক্তার জয়ন্ত কুমার কুন্ডু প্রমুখ।