Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বড় 'মোচ' রাখার কারণ জানালেন তাসকিন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ জানুয়ারী ২০১৯, ০৮:০৬ PM
আপডেট: ১০ জানুয়ারী ২০১৯, ০৮:০৬ PM

bdmorning Image Preview


ইনজুরির কারণে জাতীয় দলের হয়ে অনেক গুলো সিরিজ খেলতে পারেননি পেস বোলার তাসকিন আহমেদ। যার জন্য তাকে টিভির পর্দায় খুব একটা দেখা যায়নি। চলতি বিপিএলে সিলেট সিক্সার্সের হয়ে আবারো মাঠে ফিরেছেন তিনি। তবে চেহারার একটু ভিন্নতা নিয়ে। হ্যাঁ,তাসকিন এখন আর সেই বাচ্চা চেহারায় নেই। বাবা হওয়ার পর রেখেছেন বড় এক 'মোচ' যা দেখে তিনার ভক্তরা অবাকই হয়েছেন। ইতোমধ্যে চারিদিকে তাঁর এই মোচ নিয়ে কথা উঠতে শুরু করেছে। অনেকেই বলা বলি কররন বাবা হওয়ার পর বয়স্ক সাজার জন্যই এই মোচ রেখেছে তাসকিন, আবার অনেকেই বলছেন বাচ্চা তাসকিন মোচ রেখে বড় হতে চান। 
সত্যিই কি তাই? তাসকিন মোচ রেখে বয়স্ক হতে চান ? চারদিকে যখন এমন প্রশ্ন তখন জবাবটা দিয়ে দিলেন জাতীয় দলের এই ডান-হাতি পেস বোলার,'সত্যি কথা বলতে ঐ রকম চিন্তা করিনি। আমাকে একটু বড় দেখানোর দরকার।আসলে সত্যি কথা বলতে আমার মোচ একটু একটু দাড়িও উঠেছে। এটা আসলে একটা চার দিনের ম্যাচ খেলতে গিয়েছিলাম আমাদের বিপিএল শুরু হওয়ার আগে  বিসিএলের দুইটা চার দিনের ম্যাচ খেলা বাসায় যখন আসি তখন আম্মু আমাকে দেখে  বলছে তোমার তো একটু মোচ বড় হয়েছে তখন আমি বললাম জি আম্মা। সাধারনত এমন হতো মোচ একটু বড় হলেই আমি কেটে ফেলতাম। অলটাইম ক্লিন সেভ করতাম। এরপর আম্মু বললেন আচ্চা তুমি এবার একটু মোচ রেখেই খেলো। অনেক সময় বিদেশি বোলাররা মোচ রেখেই খেলে এবার তুমি খেলো। তখম আমি বললাম আচ্চা আম্মা। তো বিপিএলে দুইটা ম্যাচ খেলে ফেলেছি ইনশাল্লাহ ভালোই হয়েছে।সামনে অনেক ম্যাচ আছে । তো অনেকেই অনেক কথা বলে কেউ বলে মোচ রাখছো ভালো লাগছে না, আবার অনেকেই বলে ভালো লাগছে ,আবার অনেকেই বলছে একটু বয়স্ক সাজার চেষ্টা নাকি? অনেকেই তো বলছে দেখবি দুইটা ম্যাচ খেলার পরে দেখবি খারাপ হলে কেটে ফেলবে।তো আমার মায়ের উপরে কিছু নাই। উনি(মা) রেখে খেলতে বলেছেন রেখেই খেলবো। তাতে আমার ভালো লাগুক আর নাই লাগুক।' 
বিপিএলের মিশনটা দারুণ করেছেন তাসকিন। গতকাল তাঁর আগুন ঝরা বোলিংয়ের সামনে পুড়ে গিয়েছে চিটাগং ভাইকিংস। চার ওভার বল করে ২৮ রান দিয়ে নিয়েছে ৪ উইকেট। বিপিএলের এই দুর্দান্ত শুরুটা ধরে রাখতে চান তাসকিন। এমন পারফম্যান্স করতে থাকলে জাতীয় দলে ফিরতে আর বেশি দেরি হবে না এই ডান হাতি পেসারের। তাকে আবার জাতীয় দলের জার্সি গায়ে দেখার অপেক্ষায় টাইগার ভক্তরা।

Bootstrap Image Preview