১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মিছিল ও সমাবেশ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ড থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীরা।
সমাবেশে শাবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খানের সঞ্চালনায় ভারপ্রাপ্ত সভাপতি মো. রুহুল আমিন বলেন, আজকের এই দিনে বাঙালি জাতির পিতা স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন। বাংলার ইতিহাস বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস। বাংলার ইতিহাস বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস। আর এই ইতিহাসের প্রত্যেকটি ধাপে ধাপে মিশে আছে আমাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। এ সময় তিনি মিছিলে অংশ নেওয়া ছাত্রলীগের নেতাকর্মীদের ধন্যবাদ জানান।