বিপিএল ভালো ভাবে শুরু না করতেই দেশে ফিরে যাচ্ছেন কুমিল্লা ভেক্টোরিয়ান্সের ক্যাপ্টেন স্টিভ স্মিথ। আজ বৃহস্পতিবার রাত ১০:৪৫ মিনিটে অস্ট্রেলিয়া যাচ্ছেন উন্নত চিকিৎসার জন্য।
ইনজুরির ফলে গত দুইদিন ডান হাতে ব্যাথা অনুভব করায় ব্যাটিং অনুশীলন করতে পারেনি ভিক্টোরিয়ান্স অধিনায়ক।দেশে ফিরে এমআরআই সহ তিনি ব্যক্তিগত ফিজিওর তত্বাবধানে চিকিৎসা করাবেন। এমআরআই রিপোর্টে খেলা উপযোগী হলে তিনি আবারও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতে বাংলাদেশে ফিরবেন।
রংপুর রাইডার্সের বিপক্ষে হারের পর রাজশাহী কিংসের বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলন করার জন্য দুই দিন সময় ছিলো কুমিল্লার। কিন্তু এই দুই দিনের এক দিনেও অনুশীলন করতে দেখা যায়নি ভেক্টোরিয়ান্সের এই অধিনায়কের।গতকাল বুধবার মিরপুরের একাডেমির মাঠে অনুশীলনে স্মিথকে ফিজিওর সাথে অনেক সময় ডান হাতে মাস্যাজ করতে দেখা যায়।
উল্লেখ্য, আগামীকাল বিপিএলে নিজেদের তৃতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ছয়টায় রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে কুমিল্লা। এই ম্যাচে দলে দেখা যাবে না স্মিথকে। তাঁর পরিবর্তে অধিনায়ক কে করবেন সেটা এখনো দলের পক্ষ থেকে জানানো হয়নি।