Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বন্ধ হয়ে যাচ্ছে প্যারিসের নগ্ন রেস্টুরেন্ট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ জানুয়ারী ২০১৯, ০৮:৪৮ PM
আপডেট: ১০ জানুয়ারী ২০১৯, ০৮:৪৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


প্যারিসের প্রথম নগ্ন রেস্টুরেন্ট ও’ন্যাচারাল। রেস্টুরেন্টটি চালু করার ১৫ মাস পর বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছেন কর্তৃপক্ষ। মূলত ক্রেতা সংকটের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। 

রেস্টুরেন্টটির মালিক মাইক ও স্টেফানে সাদা বলেছেন, আমরা শুধু ভালো সময়, দারুণ সব মানুষ এবং ক্রেতাদের ব্যতিক্রমী আনন্দের মুহূর্তগুলো মনে রাখবো। নিজেরা নগ্নবাদী না হলেও ৪২ বছর বয়সী যমজ মাইক ও স্টেফানে একটি নগ্ন রেস্টুরেন্ট খোলার সিদ্ধান্ত নেন।

এই দুজন বলেন, বিশ্বে নগ্নবাদীদের শীর্ষ গন্তব্য ফ্রান্সে ব্যবসা করার সুযোগ পেয়েছিল বলেই তারা এই রেস্টুরেন্ট খুলেছিলেন। রেস্টুরেন্ট খোলার সময় স্টেফানে বলেছিলেন, নগ্নবাদীদের সমুদ্র সৈকত এবং অন্যান্য পর্যটক রিসোর্টে কেবল ‘গ্রীষকালে নগ্ন হওয়ার’ সুযোগ পাওয়া যায় এবং তাদের রেস্টুরেন্টে সারা বছর নগ্ন হওয়ার সুযোগ থাকবে।

ও’ন্যাচারালের ঢোকার আগে ক্রেতাদের কাপড় ও মোবাইল ফোন একটি রুমে ভেতর জমা দিতে হতো। তারপর তাদের পরার জন্য কেবল একটি জোড়া স্লিপার দেয়া হতো যদিও নারীরা চাইলে তাদের হিল জুতা নিয়ে প্রবেশ করতে পারতেন। 

২০১৭ সালে চালু হওয়া এই রেস্টুরেন্ট আগামী ফেব্রুয়ারি পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে।

Bootstrap Image Preview