Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাবিতে নির্মিত হচ্ছে জাতীয় চার নেতার প্রতিকৃতি

রাবি প্রতিনিধি:
প্রকাশিত: ১০ জানুয়ারী ২০১৯, ১০:১৫ PM
আপডেট: ১০ জানুয়ারী ২০১৯, ১০:১৫ PM

bdmorning Image Preview
প্রতীকী


জাতীয় চার নেতার স্মৃতি রক্ষার্থে তাঁদের প্রতিকৃতি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। এরই মধ্যে প্রতিকৃতির নকশাও নির্ধারণ করে ফেলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা।

আনন্দ কুমার সাহা জানান, বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) সামনে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, এ এইচ এম কামারুজ্জামান ও ক্যাপ্টেন এম মনসুর আলীর প্রতিকৃতি নির্মাণ করা হবে। এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে এক কোটি ২৭ লাখ টাকা। প্রতিকৃতিটির শিল্পী বিশ্ববিদ্যালয়েরই সাবেক শিক্ষার্থী বিপ্লব দত্ত।

কাজ শুরুর বিষয়ে অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, এই প্রতিকৃতির সঙ্গেই একটি বঙ্গবন্ধু চত্বর করা হবে। একইসঙ্গে দুটি কাজের কারণে একটু সময় লাগছে। তবে শীঘ্রই কাজ শুরু করা হবে।

Bootstrap Image Preview