Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘মি টু’র কালো অধ্যায় নিয়ে মুখ খুললেন পিয়া জান্নাতুল!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ জানুয়ারী ২০১৯, ১০:১৬ PM
আপডেট: ১০ জানুয়ারী ২০১৯, ১০:১৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


মডেল পিয়া জান্নাতুল শুধু বাংলাদেশ নয়; আন্তর্জাতিক অঙ্গনেও মডেলিং নিয়ে সরব। বিদেশে বড় বড় প্রতিষ্ঠান ও ম্যাগাজিনের সঙ্গে কাজ করে তিনি এসেছেন আলোচনায়। দিল্লি-মুম্বাই, ব্যাংকক থেকে মিসর, প্যারিস, হাঙ্গেরি ও নিউ ইয়র্কের বড় বড় মঞ্চে মডেল হিসেবে উপস্থিত হয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তিনি। এবার সেই পিয়াই মুখ খুললেন ‘মি টু’ কালো অধ্যায় নিয়ে।

বাংলাদেশে নয়, বরং ভারতে বেশ ক’জন প্রখ্যাত নির্মাতা প্রডিউসারের দ্বারা হয়রানির শিকার হয়েছিলেন বলে জানালেন পিয়া জান্নাতুল। একটি বড় প্রডাকশনে হিন্দি ছবিতে কাজ করা প্রসঙ্গে খুব বাজে অফার করে বসেছিল বলিউডের খুব নামী একটি প্রডাকশন।

হ্যাশট্যাগ মি টু প্রসঙ্গে কথা বলতে গিয়ে একটি লাইভ অনুষ্ঠানে প্রথমবারের মতো নিজের জীবনের এই কালো অধ্যায়ের কথা স্বীকার করেন তিনি।

পিয়া বলেন, ‘আমাদের দেশে তবুও অনেকটাই ফ্যামিলিয়ার। এখানে নারী-পুরুষ নিজেদের সম্মান বজায় রেখেই চলতে পারেন। কিন্তু কলকাতা বা মুম্বাইয়ের পরিবেশ আরো জঘন্য। সেখানে প্রতিনিয়ত বিভিন্ন অঙ্গনের শোবিজ কর্মীরা যৌন হয়রানির শিকার হচ্ছেন।’

পিয়ার মতে, তনুশ্রী দত্তর এই তীব্র প্রতিবাদ বলিউডের জন্য অনেকটা আশীর্বাদ। পিয়া বলেন, ‘আমি মনে করি তনুশ্রী হাজার হাজার নারীর পক্ষে এক সোচ্চার প্রতিবাদ করেছেন। কারণ আমি নিজে দেখেছি প্রতি পদে পদে সেখানে নতুনদের যৌন নিগ্রহের শিকার হতে হয়।’

Bootstrap Image Preview