Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ জানুয়ারী ২০১৯, ১০:২৩ PM
আপডেট: ১০ জানুয়ারী ২০১৯, ১০:২৩ PM

bdmorning Image Preview


রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ সময় বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা ও দোয়া-মোনাজাত করেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এম এ বারীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু ও প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান প্রমুখ।

এ সময় উপাচার্য আব্দুস সোবহান বলেন, ৭৫ পরবর্তী দীর্ঘ সময় বাংলাদেশে এ দিবসটি পালন করা হয়নি। বঙ্গবন্ধুৃ কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে জাতীয়ভাবে দেশব্যাপী এ দিনটি পালন করা হয়।

এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্বেচ্ছাসেবী, সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।

Bootstrap Image Preview