Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

`সিরিয়া থেকে প্রতিটি ইরানি সেনাকে তাড়াবে যুক্তরাষ্ট্র’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০১৯, ০৯:২৬ AM
আপডেট: ১১ জানুয়ারী ২০১৯, ০৯:২৬ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সিরিয়া থেকে সব ইরানি সেনা তাড়ানোর অঙ্গীকার করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

গতকাল বৃহস্পতিবার তিনি  এ অঙ্গীকার করেছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা পিছু ধাওয়া করে সিরিয়া থেকে ‘প্রতিটি ইরানি সেনাকে’ হটিয়ে দেবে।

একটি সেনাও আর অবশিষ্ট থাকবে না। সিরিয়ায় ইরান এবং তাদের প্রক্সি যারা দিচ্ছে তারা বিতাড়িত না হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ নিয়ন্ত্রিত এলাকাগুলোতে যুক্তরাষ্ট্র পুনর্গঠনের জন্য কোনো সাহায্য দেবে না।

গতকাল মিশরের রাজধানী কায়রো সফরকালে পম্পেও এসব কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার তিন সপ্তাহ পর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ৯ দিনের সফর শুরু করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

Bootstrap Image Preview