Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সুবর্ণচরে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত আরও একজন আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০১৯, ০১:০৩ PM
আপডেট: ১১ জানুয়ারী ২০১৯, ০১:০৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের চর মধ্য বাগ্যা গ্রামে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আরও এক অভিযুক্ত জামাল উদ্দিন ওরফে হেনজুকে (২৮) কুমিল্লা থেকে আটক করা হয়েছে। এ নিয়ে সু্বর্ণচরে গণধর্ষণের ঘটনায়য় মোট ১১জনকে আটক করা হলো।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে কুমিল্লার দাউদকান্দি থেকে তাকে আটক করে নোয়াখালী ডিবি পুলিশ।

নোয়াখালী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ধর্ষণের শিকার ওই নারী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০ ডিসেম্বর ভোট দিতে যান। এ সময় কয়েকজন যুবক তাদের পছন্দের প্রতীকে ভোট দিতে বলেন। ওই নারী রাজি না হলে তাকে দেখে নেওয়ার হুমকি দেন ওই যুবকেরা। এরপর ওই দিন রাতে ১০-১২ জনের একদল যুবক ঘরে ঢুকে প্রথমে স্বামী-স্ত্রী দুজনকে মারধর করেন। পরে স্বামী ও সন্তানদের বেঁধে রেখে ওই নারীকে ঘরের বাইরে নিয়ে গণধর্ষণ করা হয়।

ঘটনার পর থেকে পলাতক ছিলেন জামাল উদ্দিন ওরফে হেনজু।

Bootstrap Image Preview