বিপিএলের নবম আসরের হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও ঢাকা ডাইনামাইটস। প্রথমে টসে জিতে ফিল্ডিং নিয়েছেন রংপুরের ক্যাপ্টেন মাশরাফি।
রংপুর রাইডার্সঃ মাশরাফি বিন মর্তুজা(অধিনায়ক), মোহাম্মদ মিথুন, মেহেদী মারুফ, সোহাগ গাজী, ফরহাদ রেজা, নাজমুল হাসান অপু, শফিউল ইসলাম, রভি বোপারা, ক্রিস গেইল, রুশো, হওেল।
ঢাকা ডাইনামাইটসঃ হজরতউল্লাহ জাজাই , সুনিল নারাইন,রুবেল হোসেন, শুভাগত হোম, রনি তালুকদার, মিজানুর রহমান, আল ইসলাম আলিস,আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড, নুরুল হাসান, সাকিব আল হাসান(অধিনায়ক)।