Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ছাতক উপজেলা নির্বাচনে প্রার্থী হচ্ছেন-হাফিজ রফিকুল ইসলাম তালুকদা

ছাতক প্রতিনিধি
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০১৯, ০৫:৪৭ PM
আপডেট: ১১ জানুয়ারী ২০১৯, ০৫:৪৭ PM

bdmorning Image Preview


সুনামগঞ্জের ছাতক উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি হাফিজ রফিকুল ইসলাম তালুকদার।

উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে সাংবাদিকদের বলেন, নিজেকে সমাজসেবায় নিয়োজিত রাখতে, মানবকল্যাণে কাজ করতে তিনি ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন।

তিনি নিজ অবস্থান ছাড়াও সমাজসেবায় সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, মানুষের কিছুটা উপকার করতে পারলে আনন্দ লাগে। মানুষের ভালবাসা থেকেই নির্বাচনে আসার একমাত্র কারণ।

তিনি বলেন, গরীব এতিম-অসহায় মানুষের পাশে থাকাটা অনেক মূল্যের। সেই লক্ষ্য উদ্দেশ্যই আমাকে বারবার পিড়াদেয়। তাই একজন জনপ্রতিনিধি হয়ে কাজ করা বড়ই প্রয়োজন বলে মনে করেন তিনি।

Bootstrap Image Preview