Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তালায় পানি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহারে কৃষকদের প্রশিক্ষণ  

এসএম বাচ্চু, তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০১৯, ০৯:২৭ PM
আপডেট: ১১ জানুয়ারী ২০১৯, ০৯:২৭ PM

bdmorning Image Preview


সনাতন পদ্ধতির পরিবর্তে আধুনিক পদ্ধতি ব্যবহার করে পানি সাশ্রয়ী আধুনিক প্রযুক্তি ব্যবহারের উপর ২ দিনব্যপী কৃষক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

সেচ ও পানি ব্যবস্থাপনা কেন্দ্র পল্লী উন্নয়ন একাডেমী বগুড়া এর আয়োজনে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সহযোগীতায় তালার কলিয়া গ্রামে পানি সাশ্রয়ী আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ ও বিস্তার গ্রুপে অনুষ্ঠিত প্রশিক্ষণ বৃহস্পতিবার (১০ জানুয়ারি) শেষ হয়। 

২ দিনের প্রশিক্ষণে এলাকার ৮০ জন উপকারভোগী কৃষক অংশগ্রহণ করেন।

প্রভাষক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রশিক্ষণে আরডিএ বগুড়া এর সহকারী পরিচালক কৃষিবিদ মাজহাহারুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষিবিদ নূর মোহাম্মাদ ও তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ট্যেকনিশিয়ান রাজু খন্দকার, ডাটা কালেক্টরেট সাজিদ, সাংবাদিক এম. এ. জাফর, সফল কৃষক কামরুজ্জামান লেলিন ও লুৎফর রহমান প্রমুখ।

উক্ত প্রশিক্ষণে স্বল্প ব্যয়ে আধুনিক পদ্ধতিতে ক্ষেতে পানি সরবারহ করা সহ কৃষকদের আধুনিক চাষাবাদের উপর প্রশিক্ষণ দেয়া হয়।  

Bootstrap Image Preview