Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

৭ ভাবে ঢাবির নবীন ছাত্রদের পাশে থাকার আশ্বাস ছাত্রলীগের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০১৯, ০৯:৩৪ PM
আপডেট: ১১ জানুয়ারী ২০১৯, ০৯:৩৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


নতুন বছরে ৭ হাজার ১২৮ নবীনের পদার্পন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। নতুন আগত নবীন শিক্ষার্থীদের প্রতি সাতটি আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এর পাশাপাশি প্রথম বর্ষের শিক্ষার্থীদের একাডেমিক, ব্যক্তিগত, আবাসনসংশ্লিষ্ট সমস্যা সংকট বা আর্থিক অসচ্ছলতার বিষয়ে ছাত্রলীগ নেতাদের অবহিত করার অনুরোধ জানিয়েছেন তারা।

শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এক বিবৃতিতে ৭ হাজার ১২৮ নবীন শিক্ষার্থীর উদ্দেশে এ আহ্বান জানান।

ছাত্রলীগের আহ্বানের মধ্যে রয়েছে- ক্লাস-পরীক্ষা, সেমিনার-সিম্পোজিয়ামের মাধ্যমে আধুনিক গবেষণা-বিশ্ববিদ্যালয়ের উপযোগী শিক্ষার্থী হিসেবে নিজেকে গড়ে তোলা; সব প্রগতিশীল সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যিক অঙ্গীকারের সঙ্গে একীভূত হওয়া; খেলাধুলা, বিতর্ক, সাহিত্য-সংস্কৃতির অনুশীলনের মাধ্যমে মাদক-সন্ত্রাস, মৌলবাদের বিরুদ্ধে লড়াইকে শক্তিশালী করা; আবাসিক হল ও ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও শান্তিপূর্ণ ক্যাম্পাস জীবন নিশ্চিত করা।

অন্যান্য আহ্বানের মধ্যে রয়েছে- নবীন বন্ধুত্বের দৃঢ়তার মাধ্যমে পরিচ্ছন্ন ক্যাম্পাস ও ছিন্নমূল শিশুদের শিক্ষার আলোয় উদ্ভাসিত করার জন্য ‘আলোর পাঠশালা’ ধর্মী সমাজকল্যাণমূলক কাজে অগ্রণী হওয়া; গণতান্ত্রিক মূল্যবোধ, উদার, বহুত্ববাদী-মানবিক সমাজ বিনির্মাণের প্রতিশ্রুতি, সহনশীলতা, প্রগতিশীল আশা- আকাঙ্ক্ষা ও শুভকাজের প্রতিযোগিতার ছাত্ররাজনীতির মাধ্যমে নিজেকে শাণিত করা।

এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’ পাঠ ও তার জীবন দর্শন থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের সাহসী অভিযাত্রার অবিকল্প সারথি, বঙ্গবন্ধুকন্যা দেশরত্ম শেখ হাসিনার স্বপ্ন-সাহস-সংগ্রামে উদ্বুদ্ধ হয়ে বিশ্বজয়ের নেশায় ঝাঁপিয়ে পড়। জেনে রেখো, জয় করার জন্য পুরো একটা পৃথিবী তোমাদের জন্য অপেক্ষা করছে।

ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয়, নবীনদের স্বাচ্ছন্দ্যময় ক্যাম্পাস জীবন, অনিন্দ্যসুন্দর সাংস্কৃতিক পরিসর, একাডেমিক উৎকর্ষতা ও স্বপ্ন তাড়া করার উপযোগী বিদ্যাপীঠ বিনির্মাণে আমরা প্রাতিষ্ঠানিকভাবে দায়বদ্ধ। নবীন শিক্ষার্থীদের মেধায় উৎসাহ, আবাসন সংকটে পাশে থাকা, ছাত্রবৃত্তির মাধ্যমে অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তার জন্য আমাদের কর্মসূচি চলমান রয়েছে, মনোমুগ্ধকর নবীনবরণের মাধ্যমে স্বাগতম জানানোর বিষয়টিও প্রক্রিয়াধীন।

উল্লেখ্য,প্রত্যেকটি অনুষদের শীর্ষ মেধাবী শিক্ষার্থীদের জন্য ‘দেশরত্ন মেধাবৃত্তি’ চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোর সঙ্গে ‘আইডিয়া এক্সচেঞ্জ প্রোগ্রাম’ এর প্রাক-পরিকল্পনাও নেয়া হয়েছে।

Bootstrap Image Preview