Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চুমুতে অনিহা হাশমির !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০১৯, ০৯:৪৭ PM
আপডেট: ১১ জানুয়ারী ২০১৯, ০৯:৪৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বলিউডের চুম্বন সম্রাট বলা হয়ে থাকে তাকে। অন স্ক্রিনে দেড় দশকের বেশি সময় ধরে নতুন পুরাতনের মধ্যে উল্লেখ যোগ্য নাকিয়াদের চুম্বন করে আসছেন এই চুম্বন সম্ন্রাট। মল্লিকা শেরাওয়াত, জ্যাকুলিন ফার্নান্দেজ, তনুশ্রী দত্তসহ বহু নামী নায়িকাকে চুমু খেয়েছেন তিনি।

এ কারণে তাঁর কপালে লেগে গেছে ‘সিরিয়াল কিসার’ তকমা। আর পারছেন না। এবার অবসরে যেতে চান, মুক্তি চান অন্তত চুম্বনের দৃশ্য থেকে। বলা হচ্ছে ইমরাণ হাশমির কথা।

শিগগির মুক্তি পাচ্ছে ইমরান হাশমি অভিনীত নতুন ছবি ‘চিট ইন্ডিয়া’। সেখানে একজন ব্যবসায়ীর চরিত্রে দেখা যাবে তাঁকে। যদিও তাঁকে চুম্বন দৃশ্যে দেখতেই অভ্যস্ত বলিউড দর্শক। কিন্তু আর কত? একটু একটু করে ভাবমূর্তি বদলাতে চান তিনি। ইমরান হাশমি বলেছেন, ‘আমার যন্ত্রণা কেউ বোঝে না। চুমু খেতে খেতে ক্লান্ত হয়ে পড়েছি। টানা ১৭ বছর একই রকম কাজ করে কেউ দেখাক!

প্রতিটি ছবিতে অন্তত ২০টি করে চুমু খেতে হতো আমাকে। ঠোঁট ফুলে যেত।’

Bootstrap Image Preview