ইনজুরির কারণে হুঠ করেই গত বৃহস্পতিবার রাতে বিপিএলে ছেড়ে চলে গিয়েছেন কুমিল্লা ভেক্টোরিয়ান্সের ক্যাপ্টেন স্টিভ স্মিথ।ডান হাতের পুরানো ব্যথা নাকি বেড়েছে তাই দেশে ফিরে নিজের ফিজিওর নিকট হাতের এমআরআই করবেন। তার পর রিপোর্ট ভালো আসলে আবার তিনি বিপিএলে ফিরবেন।
কিন্তু স্মিথের আর বিপিএল খেলা হলো না। হয়তো খেলার সুযোগ থাকলেও তিনি আর খেলবেন না। জানা গিয়েছে, হাতের এই ইনজুরি নিয়ে তিনি খেলা চালিয়ে যেতে পারবেন।কিন্তু সেটির অপারেশন যত দ্রুত করা সম্ভব ততই ভালো । তাই বিপিএলে হয়তো আর না খেলে হাতের অপারেশন করাবেন তিনি।
যদিও এই বিষয়ে এখনো অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড বা কুমিল্লা ভেক্টোরিয়ান্সের পক্ষ থেকে তেমন কিছুই জানানো হয়নি।
কারণ সামনে অ্যাশেজ ও ইংল্যান্ড বিশ্বকাপ। এখন অপারেশন করালে কমপক্ষে তাকে দুই- তিন মাস বিশ্রামে থাকতে হবে। সেই কারণ অপারেশনটা তিনি এখনই করাতে আগ্রহী।যদি স্মিথ অপারেশন করান তাহলে বিপিএলের মাঠে তাকে আর দেখা যাবে না।
বিপিএলে স্মিথ কুমিল্লার হয়ে ২টি ম্যাচের নেতৃত্ব দিয়েছেন । ব্যাট হাতে তিনি প্রথম ম্যাচে ১৬ রান ও দ্বিতীয় ম্যাচে শূন্য রান করেছেন। বলে হাতে তিনি কোন উইকেট পাননি।