বিপিএলের ১১তম ম্যাচে চিটাগং ভাইকিংসের মুখোমুখি হয়েছে খুলনা টাইটান্স। চলতি আসরে তিনটি ম্যাচ খেলে এখনো জয়ের দেখা পায়নি মাহমুদউল্লাহরা।
অন্যদিকে দুইটি ম্যাচ খেলে একটি ম্যাচ জয় পেয়েছে মুশফিকরা। চতুর্থ ম্যাচে জয়ের দেখা পেতে প্রথমে টসে হেরে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫১ রান করেছে খুলনা। জপ্যের জন্য ভাইকিংসদের ১৫২ রান প্রয়োজন।
খুলনা টাইটান্সের সংক্ষিপ্ত স্জন.১৫১/৬
মাহমুদউল্লাহ রিয়াদ(৩৩), আরিফুল হক, মালান(৪৫), জুনায়েদ সিদ্দিকি(২০) , ব্র্যাফেট(১২) ,পল স্টারলিং(১৮),শান্ত(৬) , আরিফুল(৯) ও মাহিদুল(৪)।
উইকেট নিয়েছেনঃ ফ্রীলংক (১), সানজামুল(২),নাঈম(১), খালেদ(১), রাহী(১)।
খুলনা টাইটানসঃ মাহমুদউল্লাহ রিয়াদ(অধিনায়ক), আরিফুল হক, মালান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম,জুনায়েদ সিদ্দিকি,ব্র্যাফেট, ওইস, পল স্টারলিং, মাহিদুল।
চিটাগং ভাইকিংসঃমুশফিকুর রহিম (অধিনায়ক), মোহাম্মদ শেজাদ, ক্যামেরন ডেলপর্ট, মোহাম্মদ আশরাফুল, সিকান্দার রাজা, মোসাদ্দেক হোসেন, রবার্ট ফ্রিলিংক,সানজামুল ইসলাম, আবু জায়েদ ও খালেদ আহমেদ।