Bootstrap Image Preview
ঢাকা, ০৩ রবিবার, আগষ্ট ২০২৫ | ১৯ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজশাহী সীমান্ত থেকে ১০৮ বোতল ফেনসিডিল উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০১৯, ০৩:৩২ PM
আপডেট: ১২ জানুয়ারী ২০১৯, ০৩:৪৮ PM

bdmorning Image Preview


রাজশাহী ষাটবিঘার চর সীমান্ত থেকে ১০৮ বোতল ফেনসিডিল ফেলে পালাল চোরাচালানিরা। পরে তা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ফেনসিডিলিগুলো উদ্ধার করা হয়।

শনিবার (১২ জানুয়ারি) দুপুরে বিজিবির-১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তাজুল ইসলাম বলেন, রাজশাহীর মাজারদিয়াঢ় সীমান্ত ফাঁড়ির একটি টহল দল এ অভিযান চালায়। টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা ফেনসিডিল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে শনাক্ত কিংবা আটক করা যায়নি।

তিনি বলেন, ১০৮ বোতল ফেনসিডিল আনুমানিক মূল্য ৪৩ হাজার টাকা। প্রচলিত নিয়ম অনুযায়ী ফেনসিডিলগুলো ব্যাটালিয়নের সিজার স্টোরে জমা করা হয়েছে। পরবর্তীতে তা জনসম্মুখে ধ্বংস করা হবে।

Bootstrap Image Preview