Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

খোলামেলা পোশাকে আবারো হাজির মল্লিকা সারাওয়াত!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০১৯, ০৩:৫২ PM
আপডেট: ১২ জানুয়ারী ২০১৯, ০৩:৫২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বলিউডের আবেদনময়ী অভিনেত্রী মল্লিকা সারাওয়াত শিরোনামে ছিলেন না বহুদিন। তার শেষ ছবি ছিল ২০১৫ সালের ‘ডার্টি পলিটিক্স’। তারপর তাকে বলিউডের কোনও ছবি তো দূরের ব্যাপার  কোনও অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও দেখা যায়নি। বিয়ে করে সংসারী হয়েছেন তিনি। বলিউডের বদলে কাজ করছেন হলিউড ছবিতে।

তবে বহুদিন পর নিজের ঝলকের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুললেন এবার মল্লিকা। নিজের টুইটার হ্যান্ডেলে একটি হট ছবি পোস্ট করেছেন তিনি। গলায় এবং হাতে সাপ নিয়ে দাঁড়িয়ে পোজ দিয়েছেন মল্লিকা।

শরীরে শুধুমাত্র একটা জ্যাকেট। ‘মার্ডার’ গার্ল মল্লিকার ফটোশুট যখন স্বাভাবিকভাবেই হটনেসের ছোঁয়া তো থাকবেই। টপলেস বললে ভুল হবে, কিন্তু অন্তর্বাস ছাডাই জ্যাকেট পরে পোজ দিয়েছেন তিনি। 

ফেটোশুটের সঙ্গে বোল্ডনেস যেন ওতোপ্রতোভাবে জড়িত। টপলেস হওয়ার জন্য নয়, মল্লিকার বোল্ড বডি ল্যাঙগুয়েজের জন্য। আপাতত তিনি চুটিয়ে কাজ করছেন হলিউডে। এমনকি চায়নার একটি মুভি ‘টাইমরেডারস’ও কাজ করেছেন মল্লিকা।

Bootstrap Image Preview