স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৩৪ রানে হারলো সফরকারী ভারত।
প্রথমে টসে জিতে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৮৮ রান করে অস্ট্রেলিয়া। ২৮৯ রানের লক্ষে ব্যাটিং করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত।
চরম ব্যাটিং বিপর্যয় থেকে তখন টেনে তোলেন রোহিত শর্মা। তাঁর ১৩৩ রানের ইনিংসে জয়ের পথে এগিয়ে যেতে থাকে ভারত। কিন্তু শেষ বেলায় রোহিত ক্যাচ আউট হলে বিদায় নিলে মুখ থুবড়ে পড়ে টিম ইন্ডিয়া।
অবশেষে জয়ের লক্ষে পৌঁছানোর আগেই তাদের নির্ধারিত ওভার শেষ হয়ে যায়। ফলে ৩৪ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় বিরাটদের।
ব্যাট হাতে ব্যর্থ হন বিরাট, রাউডু ও কার্তিকরা। বিশেষ করে বিরাট ও রাইডুর ব্যাট থেকে কোন রান না আসায় এই রকম পরিস্থিতে পড়তে হয় তাদের।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেল অজিরা। সিরিজ বাঁচাতে হলে আগামী ১৪ তারিখ তাদের জয়ের কোন বিকল্প নেই।