বিপিএলের ১১তম ম্যাচে খুলনা টাইটান্স ও চিটাগং ভাইকিংসের স্কোর সমান সমান হওয়ায় খেলা সুপার ওভারে গড়ায়। বিপিএলের ইতিহাসে এটিই প্রথম সুপার ওভারের খেলা হয়।
সুপার ওভারে প্রথমে ব্যাটিং করতে আসে চিটাগং ভাইকিংসের ব্যাটসম্যান ডেলপোর্ট ও ফ্র্যাইলিংক। মাত্র ৪ রান করে ফ্র্যাইলিংক বিদায় নিলে উইকেটে আসেন মুশফিক। তিনি ১ বল খেলে করেন ১ রান। ১ ওভার শেষে তাদের স্কোর দাঁড়ায় ১১ রান।
চিটাগং ভাইকিংসের সংক্ষিপ্ত স্কোরঃ ১১/১
মুশফিক(১)*, ডেলপোর্ড(৬)*, ফ্যাইলিংক(৪)।
বোলিংঃ জুনায়েদ খান।
১২ রানের টার্গেটে খুলনা টাইটান্সের হয়ে সুপার ওভারে ব্যাটিং করতে নামেন ব্র্যাফেট ও মালান। ওভারে ৪ বলের মাথায় ব্র্যাফেট ৪ রান করে রান আউট হলে খেলার উত্তেজনা আরও বেড়ে যায়। অবশেষে ১১ রান করতে ব্যর্থ হন উইকেটে আসা স্টারলিং। শেষ দুই বলে ৫ রানের দরকার হলে তিনি ৪ রান করতে সক্ষম হন।
খুলনা টাইটান্সের সংক্ষিপ্ত স্কোরঃ ১/১০
ব্র্যাফেট(৪),স্টারলিং(২), মালান(৬)।
এর আগে,
মিরপুর স্টেডিয়ামে প্রথমে টসে হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫১ রান করে খুলনা।
বোলিংঃ ফ্র্যাইলিংক
১৫২ রানের লক্ষে ব্যাটিং করতে নেমে ভাইকিংসের দুই বিদেশি ব্যাটসম্যান শেহজাদ ও ডেপোর্ট শুরুটা ভালই করেন। কিন্তু টাইটান্স বোলারদের সামনে সেই ভালোটা বেশি ক্ষণ ধরে রাখতে পারলেন না। ব্যাট হাতে শেহজাদ ১০ ও ডেলপোর্ট ১৭ রান করেন।
এই দুই উইকেট হারিয়ে একটু চাপে পড়ে যায় চিটাগং। সেই চাপ থেকে স্বস্তি ফিরে আনেন আশরাফুলের বদলি খেলোয়াড় ইয়াসির আলী। ডান হাতি এই ব্যাটসম্যানের হাত থেকে আসে ৪১ রান। ইয়াসিরের বিদায়ের পর ম্যাচে হাল ধরেণ মুশফিক।
মুশফিক বিদায়ের পরে ফ্র্যাইলিংকের ব্যাটিংয়ে ম্যাচ সমান সমান দাঁড়ায়। এ ওভারে ১৯ রান দরকার হলে মাহমুদউল্লাহ আরিফুলকে ব্যাটিংয়ে বোলিংয়ে আনেন। সেই ওভারে নাঈমের ১ ছক্কা ও ফ্যাইলিংকের ২ ছক্কায় ম্যাচের স্কোর সমান হয়ে যায়।
চিটাগং ভাইকিংসের সংক্ষিপ্ত স্কোরঃ ৮/১৫১
শেহজাদ(১০), ডেলপোর্ট(১৭), ইয়াসির আলী(৪১), রাজা (০),মোসাদ্দেক(১২), মুশফিক(৩৪), নাঈম(৮)।
ফ্র্যাইলিংক(২৩)* সানজামুল(০)*।
উইকেট নিয়েছেনঃ জুনায়েদ(১),ব্র্যাফেট(১), শরিফুল(১)।
খুলনা টাইটান্সের সংক্ষিপ্ত স্কোরঃ১৫১/৬
মাহমুদউল্লাহ রিয়াদ(৩৩), আরিফুল হক, মালান(৪৫), জুনায়েদ সিদ্দিকি(২০) , ব্র্যাফেট(১২) ,পল স্টারলিং(১৮),শান্ত(৬) , আরিফুল(৯) ও মাহিদুল(৪)।
উইকেট নিয়েছেনঃ ফ্রীলংক (১), সানজামুল(২),নাঈম(১), খালেদ(১), রাহী(১)।
খুলনা টাইটানসঃ মাহমুদউল্লাহ রিয়াদ(অধিনায়ক), আরিফুল হক, মালান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম,জুনায়েদ সিদ্দিকি,ব্র্যাফেট, ওইস, পল স্টারলিং, মাহিদুল।
চিটাগং ভাইকিংসঃমুশফিকুর রহিম (অধিনায়ক), মোহাম্মদ শেজাদ, ক্যামেরন ডেলপর্ট, মোহাম্মদ আশরাফুল, সিকান্দার রাজা, মোসাদ্দেক হোসেন, রবার্ট ফ্রিলিংক,সানজামুল ইসলাম, আবু জায়েদ ও খালেদ আহমেদ।