Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঢাকার টানা চতুর্থ জয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০১৯, ১০:০৯ PM
আপডেট: ১২ জানুয়ারী ২০১৯, ১০:০৯ PM

bdmorning Image Preview


বিপিএলে টানা তিন ম্যাচ জয়ের পর চতুর্থ ম্যাচেও জয়ের ধারা অব্যহত রাখলো সাকিবরা। সিলেট সিক্সার্সের বিপক্ষে ৩২ রানের জয় পেলো।

 প্রথমে টসে হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৩ রান করে। 

১৭৪ রানের বিপক্ষে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে সিলেট সিক্সার্স। ওয়ার্নার, লিটন,সাব্বির, আফিফ ও নাসির কোন ব্যাটসম্যানই ডাইনামাইটস বোলারদের সামনে ব্যাট হাতে দাঁড়াতে পারেননি। 

সিলেট সিক্সার্সের সংক্ষিপ্ত স্কোরঃ 
ওয়ার্নার(৭), লিটন দাস (৯), আফিফ (৪) নাসির(১), সাব্বির(১২), কাপালি(২), সোহেল তানভির(৭), পোরান(৭২), সন্দ্বীপ (১), আল আমিন(১),* তাসকিন(১৭)*।

উইকেট নিয়েছেনঃ সাকিব(২),শুভাগত(১), রুবেল(৩), নারাইন(১),আলিস(১)।

ঢাকা ডাইনামাইটসের সংক্ষিপ্ত স্কোরঃ ১৭৩/৭
হযরতউল্লাহ(৪), নারাইন(২৫),রনি তালিকদার(৫৮), সাকিব আল হাসান(২৩), পোলার্ড(৩), রাসেল(৫), সোহান(১৮)*, শুভাগত হোম(১), মোহাম্মদ নাঈম(২৫)*।

উইকেটে নিয়েছেনঃ তাসকিন(৩), আল আমিন(১), সোহেল তানভির(১), আফিফ(১), অলক কাপালি(১)।

Bootstrap Image Preview