Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজশাহীতে অপহৃত দুই স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার, আটক ২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০১৯, ১০:০৭ AM
আপডেট: ১৩ জানুয়ারী ২০১৯, ১০:০৭ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা পুলিশ প্রেমের সম্পর্কের জের ধরে অপহৃত দুই স্কুলছাত্রীকে ঢাকার থেকে উদ্ধার গাবতলী এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুইজনকে আটক করেছে পুলিশ।

শনিবার অপহরণ হওয়া স্কুলছাত্রীদের ঢাকা থেকে রাজশাহীতে নিয়ে আসা হয়।

আটককৃতরা হলো, নগরীর ছোট বনগ্রামের ইমাম আলীর ছেলে আলামিন হোসেন ও বড় বনগ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মনির হোসেন।

চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবীর জানান, রাজশাহী মহানগরীর আসাম কলোনীর সপ্তম ও তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ওই দুই ছাত্রীকে গত ১০ জানুয়ারি কৌশলে অপহরণ করা হয়। পরিবারের লোকজন তাদের না পেয়ে থানায় লিখিত অভিযোগ করেন। এরপর মোবাইল ট্র্যাকিং করে অপহরণকারী দুইজনকে শনাক্ত করে পুলিশ।

শনিবার গাবতলী পুলিশ ফাঁড়ির সহায়তার তাদেরকে আটক করা হয়। ডাক্তারি পরীক্ষার জন্য দুই শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview