Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে অতিরিক্ত মদ্যপানে নিহত ১, নারীসহ অসুস্থ আরও ৫

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০১৯, ১১:৪৭ AM
আপডেট: ১৩ জানুয়ারী ২০১৯, ১১:৪৭ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়ায় অতিরিক্ত মদ্যপানে টিটু মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় নারীসহ আরও পাঁচজন অসুস্থ অবস্থায় ঢামেকে চিকিৎসাধীন আছেন।

রবিবার (১৩ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার ভায়রা মিন্টু মিয়া জানান, খিলগাঁওয়ের মেরাদিয়া কবরস্থান রোডের ১২৯ নম্বর বাসায় থাকতেন টিটু। ফল বিক্রি করতেন তিনি। তার বাবার নাম মৃত আরিফুর রহমান। 

তিনি আরও জানান, কবরস্থান রোডের একটি মাঠে শুক্রবার (১১ জানুয়ারি) দিবাগত রাতে জাকির ড্রাইভার নামে একজন মদ নিয়ে আসেন। সেখানে টিটুসহ ৮/১০ জন বন্ধুবান্ধব মিলে মদ পান করেন। পরে রাতে বাসা গিয়ে অসু্স্থ হয়ে পড়েন টিটু। অবস্থার অবনতি হলে রবিবার সকালে তাকে ঢামেকে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, এ ঘটনায় নারীসহ আরও পাঁচজন অসুস্থ অবস্থায় ঢামেকে চিকিৎসাধীন। ময়নাতদন্তের জন্য টিটুর মরদেহ মর্গে রাখা হয়েছে।

Bootstrap Image Preview