Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হাতিয়ায় ১৩ কৃতি শিক্ষার্থীকে সম্মাননা প্রদান

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি 
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০১৯, ১২:২২ PM
আপডেট: ১৩ জানুয়ারী ২০১৯, ১২:২২ PM

bdmorning Image Preview


নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরদ্দি সিরাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৮ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ১৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা দেয়া হয়েছে।

তমরদ্দি ইউনিয়ন পরিষদের উদ্যোগে গতকাল শনিবার বিদ্যালয়টির মিলনায়তনে সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক নুর ইসলাম মানছুর এর সঞ্চালনায় নব পাঠদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তমরদ্দি ইউনিয়নের চেয়ারম্যান ফররুখ আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জাহেদ উদ্দিন, ইউপি সদস্য মাঈন উদ্দিন। 

ইউপি চেয়ারম্যান ফররুখ আহম্মদ বিদ্যালয়টির কৃতি শিক্ষার্থীর হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য সাবেক এমরান উদ্দিন, ফখরুল ইসলাম, আলাউদ্দিন।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষক, শিক্ষার্থী, অভিবাবক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

উল্লেখ্য, ২০১৮ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উক্ত বিদ্যালয় থেকে ৫১ জন অংশ গ্রহন করে শত ভাগ পাস করে।এদের মধ্যে ১৩ জন জিপিএ-৫  লাভ করে।

Bootstrap Image Preview