Bootstrap Image Preview
ঢাকা, ০৪ সোমবার, আগষ্ট ২০২৫ | ২০ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আশাশুনিতে ভ্যান উল্টে চালকের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০১৯, ১২:৩৬ PM
আপডেট: ১৩ জানুয়ারী ২০১৯, ১২:৩৭ PM

bdmorning Image Preview


সাতক্ষীরার আশাশুনিতে একটি ইঞ্জিন চালিত ভ্যান উল্টে শাহ জামাল (৪২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

আজ রবিবার সকালে উপজেলার খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা মন্দিরের পাশে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শাহ জামাল খাজরা ইউনিয়নের দক্ষিণ গদাইপুর গ্রামের আব্দুল গাজীর ছেলে।  

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান,  শাহ জামাল বিচলী ক্রয় করে নিজে ইঞ্জিন ভ্যান চালিয়ে আসছিলো। তুয়ারডাঙ্গা নামকস্থানে পৌঁছালে ইঞ্জিন ভ্যান উল্টে নিজেই গাড়ির তলায় পড়ে ঘটনাস্থলে নিহত হন।

তিনি আরো জানান, নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Bootstrap Image Preview