Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেবে জাতীয় পার্টি: জিএম কাদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০১৯, ১২:৫১ PM
আপডেট: ১৩ জানুয়ারী ২০১৯, ১২:৫৬ PM

bdmorning Image Preview


বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের জানিয়েছেন, শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থেকে গঠনমূলক সমালোচনা করে সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেওয়া হবে।

শনিবার (১২ জানুয়ারি) রাতে রাজধানীর প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে মোহাম্মদপুর থানা জাতীয় পার্টির সংবর্ধনাসভায় জিএম কাদের এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, জাতীয় পার্টি সংসদে বঞ্চিত এবং অবহেলিত মানুষের কথা বলবে। এতে সাধারণ মানুষের মধ্যে জাতীয় পার্টির গ্রহণযোগ্যতা বাড়বে।

তিনি বলেন, দেশের মানুষ সহিংস রাজনীতি পছন্দ করে না। জাপা সংসদে কতটা শক্তিশালী বিরোধী দলের ভূমিকা রাখবে, তা কাজের মাধ্যমে প্রমাণ হবে। সেই সঙ্গে একটি জবাবদিহিমূলক সরকার গঠনে কাজ করবে জাতীয় পার্টি।

জাতীয় পার্টি সংসদে কতটা শক্তিশালী বিরোধী দলের ভূমিকা রাখতে পারে তা কাজের মাধ্যমে প্রমাণ হবে। আমরা একটি জবাবদিহিতামূলক সরকার গঠনে কাজ করব বলে জানান জাতিয় পার্টির এই নেতা।

সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, শফিকুল ইসলাম সেন্টু, চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুল্লাহ বেলালী, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু প্রমুখ।

Bootstrap Image Preview