Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পান্ডে-রাহুলের পরিবর্তে কাদের কপাল খুলল?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০১৯, ০১:১৫ PM
আপডেট: ১৩ জানুয়ারী ২০১৯, ০১:১৬ PM

bdmorning Image Preview


 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের বাকি দু’টি ম্যাচের জন্য লোকেশ রাহুল ও হার্দিক পাণ্ড্যর বদলি হিসেবে ময়ঙ্ক অগ্রবাল ও বিজয় শঙ্করের নাম ঘোষণা করা হল। বিসিসিআই-এর এক কর্তা জানিয়েছেন, যত দ্রুত সম্ভব দলের সঙ্গে যোগ দেবেন ময়ঙ্ক ও বিজয়।

অ্যাডিলেডে দ্বিতীয় একদিনের ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেবেন বিজয়। অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ড সফরেও তিনি স্কোয়াডে থাকবেন। এদিকে, শুভমান গিলকে নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া সফরের জন্য। এই প্রথম সংক্ষিপ্ত ওভারের ফরম্যাটে দলে সুযোগ পেলেন মায়াঙ্ক। বিজয় অবশ্য এর আগে পাঁচটি টি-২০ ম্যাচ খেলেছেন।

‘কফি উইথ কর্ণ’-এ আপত্তিকর মন্তব্যের জেরে শনিবার প্রথম একদিনের ম্যাচে খেলানো হয়নি রাহুল ও পান্ডেকে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের নির্বাসিত করার কথা জানিয়েছে বিসিসিআই। এই দুই ক্রিকেটারকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। 

ঠিক কবে নাগাদ তাঁর শাস্তির ঘোষণা হতে পারে তা নিয়েও এখনও কোনও পাকা খবর নেই। ফলে এই প্রক্রিয়া যে দীর্ঘমেয়াদি হবে তা আর বলার অপেক্ষা রাখে না। আইপিএল শুরু হতে আর বেশি সময় বাকি নেই। তার পর বিশ্বকাপ। এদিকে, বোর্ডের নির্দেশ, শাস্তি ঘোষণা না হওয়া পর্যন্ত সবরকম ক্রিকেট থেকে নির্বাসিত থাকতে হবে পাণ্ডিয়াদের। ফলে ইতিমধ্যে পাণ্ডিয়াদের বিশ্বকাপ ভবিষ্যত্ নিয়েও ধোঁয়াশা দেখা দিয়েছে। শাস্তি ঘোষণার প্রক্রিয়া দীর্ঘ হলে মহাসমস্যায় পড়তে হতে পারে পাণ্ডিয়াদের।

 

Bootstrap Image Preview